ফেনী শুধু ফেনী
সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, এখন ২০২৩ সাল মানুষ অনেক ব্যাকডেটেডট হয়েছে। কারণ একটাই দিন দিন মানুষের গড় আয়ু কমছে। আশির দশকের মানুষ যেমন পরিশ্রম করতে পারতো এখন পরিশ্রম করতে পারে না। তাই জীবনযাত্রা মান অনেক আধুনিক হয়েছে পারিপার্শ্বিক অবস্থা অনেক উন্নয়ন হয়েছে। আমাদের ফেনী জেলার দাগনভূঞা থানায় রামনগর শহরের মতো হয়ে গেছে। আমরা অনেক হ্যাপি হ্যাপি হ্যাপি আমাদের এলাকায় অনেক বিশিষ্ট ব্যক্তি থাকে মুক্তিযোদ্ধা, সিআইপি পার্সন, ম্যাজিস্ট্রেট, সরকারি আমলা এবং শ্রমিক ভাইয়েরা আমরা যারা শ্রমিক তারাই কিন্তু দেশের উন্নয়ন করছি। শিক্ষিত মানুষরা পরিশ্রমের কাজ করতে পারে না। একটি দেশের শ্রম বিভাগ যত উন্নত সেই দেশের অর্থনীতির চাকা অনেক গতিশীল। আমাদের দেশের মানুষ কৃপণ কারণ একটাই তার অনেক অভাব অনটন করেছে। এই দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। কিছু কিছু গরিব মানুষরা বড়লোকের ভাব দেখায় নিজকে বড়লোক দাবি করে। এগুলো আমাদের দেশের মানুষের এক ধরনের ভন্ডামি। এবং এই দেশের মানুষরা চিটার বাংলাদেশের ১০০% মানুষই মিথ...