ফেনী শুধু ফেনী

সবাইকে আসসালামু আলাইকুম,
গুড মর্নিং,
এখন ২০২৩ সাল মানুষ অনেক ব্যাকডেটেডট হয়েছে।  কারণ একটাই দিন দিন মানুষের গড় আয়ু কমছে।  আশির দশকের মানুষ যেমন পরিশ্রম করতে পারতো এখন  পরিশ্রম করতে পারে না। তাই জীবনযাত্রা মান অনেক আধুনিক হয়েছে পারিপার্শ্বিক অবস্থা অনেক উন্নয়ন হয়েছে। আমাদের ফেনী জেলার দাগনভূঞা থানায় রামনগর শহরের মতো হয়ে গেছে।  আমরা অনেক হ্যাপি হ্যাপি হ্যাপি  আমাদের এলাকায় অনেক বিশিষ্ট ব্যক্তি থাকে  মুক্তিযোদ্ধা, সিআইপি পার্সন, ম্যাজিস্ট্রেট, সরকারি আমলা এবং শ্রমিক ভাইয়েরা  আমরা যারা শ্রমিক তারাই কিন্তু দেশের উন্নয়ন করছি। শিক্ষিত মানুষরা পরিশ্রমের কাজ করতে পারে না।  একটি দেশের শ্রম বিভাগ যত উন্নত সেই দেশের অর্থনীতির চাকা অনেক গতিশীল।  আমাদের দেশের মানুষ কৃপণ কারণ একটাই তার অনেক অভাব অনটন করেছে।  এই দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।  কিছু কিছু গরিব মানুষরা বড়লোকের ভাব দেখায় নিজকে বড়লোক দাবি করে।  এগুলো আমাদের দেশের মানুষের এক ধরনের ভন্ডামি।  এবং এই দেশের মানুষরা চিটার বাংলাদেশের ১০০% মানুষই মিথ্যা কথায় পারদর্শী তারা নানা ধরনের কলা কৌশল দিয়ে আপনাকে বোকা বানাবে।  কখনো ধর্ম ইউজ করবে, কখনো বলবে আমি আপনার স্ত্রী, কখনো আপনাকে পুলিশের ভয় দেখাবে, কখনো আপনাকে মারদর করে টাকা পয়সা যা আছে সব ছিনিয়ে নিবে। এদেশে বিপদে কেউ কারো পাশে আসে না।  তাই অনেক সেলিব্রেটিকে  অসুখের সময় ভিক্ষা করে টাকা নিয়ে চিকিৎসা করতে হয়।  গ্রামে যেসব আত্মীয়-স্বজন থাকে তারা এখনো দশ টাকার বাজার করে দুই(০২) দিন চলে।আত্মীয়-স্বজন ওদের বাসায় গেলে তারা ভয় পায়। কৃষক ভাইয়েরা  সার কীটনাশক ব্যবহার করেও  বিভিন্ন খাদ্যকে অর্গানিক বলে দাবি করি।  আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক ভালো কিন্তু তার উপদেষ্টারা যারা আছে।  সব টাকা-পয়সা তার সামনে চুরি করে, প্রধানমন্ত্রী অনেক চিল্লাচিল্লি করেও কোন লাভ হয় না।  একটা দেশ চালানো ভাই এত সোজা না।  যদি আপনি পরিবারে মাথা ঠান্ডা রাখতে পারেন। তাহলে আপনি একটি দেশ চালাতে পারবেন।  আর যদি পরিবারের কোন ব্যক্তি আপনার নামে খারাপ রিপোর্ট দেয় তাহলে বুঝবেন আপনার মাথায় সমস্যা আছে।  আমাদের দেশের বেশির ভাগ বিসিএস ক্যাডাররা চাষার ছেলে।  আর প্রাইভেটে যারা পড়াশোনা করেছে তাদের ভাই নকল বিদ্যা মাথায় কিছু নাই।  কিছু কিছু ব্যক্তি আছে তাদের পারিবারিক পরিচয় আছে তারা সম্মান নিয়ে থাকতে চায়, মানুষের উপর উপকার করে বেড়ায় কারো দুই টাকা খেলে দশ টাকা খাওয়ায় বা হাজার টাকার কাজ করে পোষায়য়া দেয়  এরা জীবনে কারো ক্ষতি করে না এরা পাওয়ার আশায় কোন কাজও করে না এদেরকে কেউ ভালবাসে না শুধু বিপদের সময় ওদেরকে স্মরণ করে।   কিন্তু তাদের টাকা-পয়সা না থাকার  কারণে সম্মান নিয়ে থাকতে পারে না।  এদেরকে কিছু মানুষ আছে গুতাবে বলবে চাকরি করেন না কেন? বেকার কেন? ভাই প্রত্যেক মানুষেরই স্বাধীনতা আছে তাদের স্বাধীনতা হাত দেওয়া ঠিক না।  এদেশের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ।  একজন ভার্সিটির স্টুডেন্ট মারামারি করে কলেজে যেতে হয়।  কারণ বাসে হাপ ভাড়া নেয় না। এদেশে বিপুল পরিমাণের সম্পদ এবং টাকা পয়সা আছে।  কিন্তু এটিকে কাজে লাগানোর মত মাথা নেই।  বাংলাদেশের ক্রিকেট খেলা একদিন বিশ্বে অনেক নাম করে  ফেলবে। ফলে বাংলাদেশের অর্থনৈতিক খাতের ব্যাপক প্রভাব ফেলবে।  বাংলাদেশের অর্থনৈতিক প্রধান প্রধান খাত গুলো হচ্ছে ভ্যাট, ট্যাক্স, শিল্প কলকারখানা, ফ্রিল্যান্সিং,  ব্যবসা-বাণিজ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো  এবং সরকারি প্রতিষ্ঠানগুলো। এই দেশের মানুষরা প্রেম ভালোবাসা অনেক পছন্দ করে।  এই দেশের গালি হল শালা। এদেশের শহরের মানুষগুলো অনেক সহজ সরল হয়ে থাকে ফলে গ্রামের মানুষরা এদেরকে তিনবার বিক্রি করে চলে যায়। যাইহোক এদেশের হকাররা শিক্ষিত মানুষ থেকে ১০ গুন টাকা বেশি ইনকাম করে।  এই দেশের হকারদের ইনকাম একজন ডাক্তারের মত।মনেপড়ে সেই ফেনী জেলা আজ আর আগের মত নেই অনেক বদলে গেছে আর সেই সাথে বদলে গেছে সব মানুষ। আমি ফেনী জেলাকে অনেক ভালোবাসি।

Comments

Popular posts from this blog

রাজনীতি